ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আটক ৩

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আটক ৩

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:১৪

নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থদিনের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ধামগড় ইউনিয়নের কেওঢালার বাগদোবারিয়া এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুটি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন ও বিআরবি আল মদিনা ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবাসিকের প্রায় ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় বাগদোবারিয়া এলাকা থেকে আক্তার হোসেন (৫০), হাবিবুর রহমান (৫৬) ও বিজয় (২২) নামে তিন অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীকে আটক করা হয়। 

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরা এ অভিযানে নেতৃত্ব দেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজার মেজবাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×