ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শামীম হকের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফরিদপুরের নারীরা  

শামীম হকের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফরিদপুরের নারীরা  

শামীম হকের 'সন্ত্রাসী' কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিলে ফরিদপুরের নারীরা। ছবি: যাকারিয়া ইবনে ইউসুফ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ | ১৭:৫৫

ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শামীম হকের 'সন্ত্রাসী' কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নারী কর্মী-সমর্থকরা। এ সময় মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, শামীম হকের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ নারী সমাজ ঐক্যবদ্ধ। শত শত মা-বোনেরা শামীমের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ঈগলের জয় নিশ্চিতে রাজপথে নেমেছেন।’

বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকা থেকে মৌন মিছিল শুরু করে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। প্রতিবাদী এই মিছিলে কয়েক শতাধিক নারী নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়া বলেন, গতকাল রাতে ১৪ নম্বর ওয়ার্ডে ঈগল প্রতীকের কর্মী আব্দুর রহমান ঝনককে নির্মমভাবে কুপিয়েছে শামীম হকের সন্ত্রাসীরা। তার জীবন আজ সংকটাপন্ন। এদিকে তার স্ত্রী পারভীন বেগম স্বামীর জন্য ব্যাকুল। আমাদের বোন পারভীনের পাশে দাঁড়াতেই আজকের এই প্রতিবাদী মৌন মিছিল। আমরা পারভীনের পাশে আছি।'

তিনি বলেন, ফরিদপুরে আমরা কোন সন্ত্রাসী নেতৃত্ব চাইনা। আমরা শান্তিতে বসবাস করতে চাই। সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে ঈগল প্রতীকের পক্ষে আজ মাঠে নেমেছি।

স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের স্ত্রী শায়মা আজাদ শাম্মি মিছিলে অংশ নিয়ে বলেন, আমরা সব সময় শান্তি চাই। ফরিদপুরের উন্নয়ন চাই, বেকারদের কর্মসংস্থান চাই। এমন হানাহানি চাই না। এখন পর্যন্ত বিভিন্নভাবে ঈগলের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হয়েছে। 

শাম্মি বলেন, গতকাল আমাদের নির্বাচনী অফিসে নৃশংস হামলা চালিয়ে ঝনককে গুরুতর আহত করা হয়েছে। এমন নৈরাজ্য আমরা চাই না। ফরিদপুরের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। 

মিছিলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুচিত্রা, চায়না বেগম, ফরিদপুর জেলা মহিলা লীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক মেহেরিন শেখ অয়নিকা, রুবিয়া মিল্লাতসহ বিভিন্ন ওয়ার্ডের নারী নেতাকর্মীরা।

আরও পড়ুন

×