ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন ব্যাংকে

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন ব্যাংকে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৭:৩৩

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের গত সেপ্টেম্বরের বেতন-ভাতার সরকারি অংশের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেতন-ভাতার ৮টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষক-কর্মচারিরা তাদের বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

আরও পড়ুন

×