ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় আটক ১

মব তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় আটক ১

প্রতীকী ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১২:৩৬ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১৩:৪৯

মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে। আজ ভোরে তাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।

আরও পড়ুন

×