ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক

স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ফাইল ছবি। সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:৩৯

স্পট মার্কেট (খোলা বাজার) থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এ দুই কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান থেকে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের ভাইটাল এশিয়া প্রাইভেট থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ টাকা। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল ইঞ্জিনিয়ার গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে কেনা হবে আরেক কার্গো এলএনজি। এতে ব্যয় হবে ৬০৭ কোটি ৬৬ লাখ টাকা।

আরও পড়ুন

×