আনিসা পরীক্ষায় বসছেন আজ, দিতে না পারা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে
মায়ের অসুস্থতায় কেন্দ্রে আসতে দেরি

দেরিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোয় পরীক্ষা দিতে না পেরে এই শিক্ষার্থীর কান্নায় ভেঙে পড়া ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১০:২০ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১০:৩৫
মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় বাংলা প্রথম পত্রে অংশ নিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। তবে তাঁর মা সুস্থ হওয়ায় তিনি আজ রোববার থেকে পরীক্ষায় বসতে পারবেন। বৃহস্পতিবার শুরুর দিন আনিসা পরীক্ষায় বসতে পারেননি। সেদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। ওই পরীক্ষাটির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শনিবার সমকালকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
আনিসা এইচএসসির বাকি পরীক্ষাগুলোয় অংশ নেবেন বলে গতকাল বিকেলে জানান তাঁর কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। ওই শিক্ষার্থীর খোঁজ নিতে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে তাঁর বাসায় পাঠানো হয়েছিল। অধ্যক্ষ বলেন, ‘কামরুল ইসলাম যখন বাসায় যান, তখন আনিসার মা ঘুমাচ্ছিলেন। তিনি এখন বেশ সুস্থ। রোববার (আজ) থেকে পরীক্ষায় অংশ নেবেন বলেও আনিসা জানিয়েছেন।’
আনিসার মা কী রোগে ভুগছিলেন, কোথায় চিকিৎসা নিয়েছেন– এসব প্রশ্নের জবাবে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী জানিয়েছে, তার মা স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। তবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ আমাদের হাতে নেই।’ দুপুরে আনিসার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে সমকাল। তিনি সুস্থ বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হয়। মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার কেন্দ্র। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছালে তাঁকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর পর কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা।
আজ যেসব পরীক্ষা হবে
রোববার সাধারণ ৯টি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পর্যায়ের আরবি সাহিত্য ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং কারিগরি বোর্ডের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে।