ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৯:০৫ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ২০:০১
ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘ফাইনান্সিয়াল লিটারেসি অন ইকোনোমিক ওয়েলবিয়িং ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং এটি কীভাবে সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা ও কল্যাণ বৃদ্ধিতে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা।
ব্র্যাক বিজনেস স্কুল (বিবিএস) কনফারেন্সটি আয়োজন করে। এতে দেশ-বিদেশের ৬০জন শিক্ষক এবং গবেষক তাদের বিস্তারিত সারাংশ ও পূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ইন্ডাস্ট্রি পেশাজীবী এবং নীতিনির্ধারক ও শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ অংশ নেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার হিউম্যান ইকোলোজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফাজলি বিন সাবরি।
কনফারেন্সের প্লেনারি সেশনে আলোচনা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারপারসন মুসফিকুর রহমান এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। তারা ‘এমপাওয়ারিং ইনডিভিজুয়ালস অ্যান্ড অরগানাইজেশন্স থ্রু ফাইনান্সিয়াল লিটারেসি, কম্পিটেন্সি, ইনক্লুশন অ্যান্ড ডিজিটালাইজেশন’ শীর্ষক আলোচনায় অংশ নেন।
কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক। সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফারহাত আনোয়ার। সম্মেলনে কর্পোরেট পার্টনার হিসেবে ছিল আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বিকাশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্র্যাক ইউনিভার্সিটি