ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিয়ের পরেই বিপাকে ইয়ামি গৌতম

বিয়ের পরেই বিপাকে ইয়ামি গৌতম

বিয়ের সাজে ইয়ামি গৌতম- ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ০৬:৪৯ | আপডেট: ০২ জুলাই ২০২১ | ০৮:৩০

বিয়ের এক মাস পূর্ণ না হতেই বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আর্থিক তছরুপের অভিযোগে এই অভিনেত্রীকে সমন পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আগামী সপ্তাহেই ইয়ামিকে তাদের মুম্বাইয়ের দফতরে ডেকে পাঠিয়েছে ইডি।  তার বিরুদ্ধে কী অভিযোগ অবশ্য এ বিষয়ে তা ইডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, বিদেশি মূদ্রা বিনিময় সংক্রান্ত একটি মামলায় অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হবে।

ছবি: ইনস্টাগ্রাম 


ইয়ামি ছাড়াও এই মুহূর্তে বলিউডের একাধিক নামী-দামী ব্যক্তিত্ব ও প্রযোজনা সংস্থা রয়েছে ইডির নজরদারিতে। 

ছবি: ইনস্টাগ্রাম 

গত ৪ জুন অনেকটা চুপিসারে বলিউডের নন্দিত পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ২০১৯ সালে আদিত্য ধর পরিচালিত ‘উরি’ জনপ্রিয়তা পায়। ওই ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। অনেকের ধারণা, সম্ভবত এই ছবি থেকেই ইয়ামি-আদিত্যর প্রেম শুরু হয় তাদের। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×