ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

২৪ বলে ডাক মেরে বিরল রেকর্ডে জাকির

২৪ বলে ডাক মেরে বিরল রেকর্ডে জাকির

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৬

কানপুর টেস্টে ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশি ওপেনার জাকির হাসান। ভারতীয় পেসারদের তোপের মুখে শেষ পর্যন্ত রানের খাতা না খুলেই তাকে সাজঘরের পথে হাঁটতে হয়। ‘অদ্ভুত’ এই কাণ্ডে বিরল এক রেকর্ডে নাম উঠে গেছে তার।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে এই ঘটনা প্রথম। এমনকি বিশ্বেও বিরল। এক থেকে তিনের মধ্যে ব্যাট করতে নামা কোনো ব্যাটারেরই এতো বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার নজির নেই। এতদিন এই রেকর্ড ছিল ওপেনার ইমরুল কায়েসের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ১৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে তিন সাবেক ওপেনার হান্নান সরকার (১৩ বলে ০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৩ সাল), আল শাহরিয়ার রোকন (১২ বলে ০), প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০০১ সাল) ও শামসুর রহমান শুভ (১২ বলে ০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪)।

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’টি অবশ্য জাকিরের নয়। সেটি বোলার মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ১০ নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার রাজিন সালেহ। চারে নেমে তিনি আউট হন ২৯ বলে ০ রানে।

এদিকে ওপেনার হিসেবে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল খেলে ডাক মারার রেকর্ড আগে ছিল শন মার্শের। পুনে টেস্টে ২০১৭ সালে অজি ব্যাটার ২১ বল খেলে আউট হন শূন্য রানে। এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের মজিদ খান দিল্লি টেস্টে ১৭ বল খেলে ডাক মেরেছিলেন। জাকির খেলেছেন ৭ বল বেশি।

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বেশি বল খেলে ডাক মারার রেকর্ডে জাকির আছেন বেশ দূরে। টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হন সাবেক এই বাঁহাতি পেসার। দুইয়ে আছেন লঙ্কানদের বিপক্ষে ৫৫ বলে ডাক মারা জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন

×