ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইমার্জিং এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন আকবররা

ইমার্জিং এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন আকবররা

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ১৯:১৯

মেনস টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে বেশি দেরি নেই। ওমানের রাজধানী মাসকটে ১৮ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে নিয়ে বাংলাদেশ খেলবে ডেথ গ্রুপে। অফিসিয়ালি যেটা ‘এ’ গ্রুপ। ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও স্বাগতিক ওমানকে নিয়ে গ্রুপ ‘বি’। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার রাত ৯টা ৫০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়ছেন আকবর আলীরা।

১৮ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও হংকং মুখোমুখি হবে। একই দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আফগানিস্তান।

২২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ খেলবে আকবর আলীর দল। পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। গ্রুপ পর্ব শেষ করে ২৫ অক্টোবর দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টায়।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল:  আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

আরও পড়ুন

×