মুশফিকদের সঙ্গে সেলফি তুলে আরবাজ খানের উচ্ছ্বাস

ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ২১:৫৭
দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জিতে একের পর এক অভিনন্দনে ভাসছে বাংলাদেশ দল। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় তারকারাও প্রশংসা করছেন মুশফিকদের। এবার সে দলে যোগ দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আরবাজ খান।
সোমবার দিল্লি বিমানবন্দরে মুশফিকদের দেখে আরবাজ নিজেই এগিয়ে যান সেলফি তুলতে। এরপর টুইট বার্তায় জানান অভিনন্দনও।
টুইটারে সেলফি পোস্ট করে আরবাজ খান লেখেন, ‘দিল্লি বিমানবন্দরে জয়ী বাংলাদেশে ক্রিকেট দলের সঙ্গে দেখা (খুশির ইমো)। মুশফিকুর রহমান ছিলেন দুর্দান্ত। সামনে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায়।’
আরবাজের খানের সেই সেলফিতে চার হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখান এবং মন্তব্য করেন প্রায় পাঁচশ ব্যবহারকারী।
রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।