বিমানের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নানা কর্মসূচি

বিমানের প্রতিষ্ঠাবার্ষিকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৬:১৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ২০:৫২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিমানের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন। বক্তব্য দেবেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকতা তাহেরা খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিমান বাংলাদেশের বহরে এখন অত্যাধুনিক ডিমলাইনারসহ উড়োজাহাজের সংখ্যা ২১টি। প্রতিনিয়ত বাড়ছে বিমানের আন্তর্জাতিক নতুন রুট। আগামীতে আরও উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের মার্চে চালু করা হচ্ছে বিমানের ঢাকা-রোম বাণিজ্যিক ফ্লাইট।
- বিষয় :
- বাংলাদেশ বিমান