রসিকে হরিজনদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ, আহত ৩০

রসিক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত হরিজনদের সঙ্গে অন্যান্য কর্মচারীদের সংঘর্ষ
রংপুর অফিস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৫:১৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৫:১৭
রংপুর সিটি করপোরেশন (রসিক) পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত হরিজনদের সঙ্গে অন্যান্য কর্মচারীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সোমবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জুকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
করপোরেশন সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধি, ব্যাংকের মাধ্যমে বেতন, নতুন নিয়োগসহ ১১ দফা দাবিতে ‘হরিজনদের দাবি-দাওয়া আদায়’ সংগঠনের ব্যানারে রোববার দুপুরে বিক্ষোভ করেন হরিজনরা। সরকারি বিধি মোতাবেক তাদের বেতন ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র। কিন্তু দাবি পূরণ না হলে পরিচ্ছন্নতার কাজে ফিরবেন না বলে ঘোষণা দেন হরিজনরা। এতে রোববার রাতে নগরীর ওয়ার্ডগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। পরে মেয়র মধ্যরাতে নিজে উপস্থিত থেকে নগরী পরিচ্ছন্নতার ব্যবস্থা নেন। এতে ক্ষুব্ধ হরিজনরা রাস্তায় ময়লা ফেলে নগরীকে নোংরা করেন।
এ ঘটনা নিয়ে হরিজন ও সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে দুপুরে হরিজনরা দাবি আদায়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। পরে সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করলে অন্যান্য কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সিটি করপোরেশনের অল্প বেতনে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অসুস্থতা বা অন্য সমস্যার কারণে কাজে না গেলে হাজিরার টাকা কেটে নেওয়া হয়। ছাঁটাইয়ের হুমকিও আছে। গতকাল মেয়রের সঙ্গে কথা বলতে গেলে গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়। এর বিচার দাবি করেন তিনি।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, হরিজনদের সুরক্ষার জন্য গামবুট, কটিসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের অধিকাংশ যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। মাত্র দু’ঘণ্টা পরিচ্ছন্নতার কাজও তারা ভালোভাবে করে না। তারা কুচক্রী মহলের ইন্ধনে সিটি করপোরেশনের বিরুদ্ধে লেগেছে। সর্বশেষ ঘেরাও কর্মসূচির নামে তারা করপোরেশনের কর্মচারীদের ওপর চড়াও হয়।
- বিষয় :
- রংপুর সিটি করপোরেশন
- সংঘর্ষ
- হরিজন
- রংপুর
- রংপুর সদর