জীবননগর সীমান্তে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতীকী ছবি
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১১:১৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ১১:৪১
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বারসহ মোহাম্মদ মমিন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার রাতে পৌরসভার ইসলামপুর পিচ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার দর প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
আটক পাচারকারী মোহাম্মদ মমিন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ৬৯/২-এস পিলারের দেড় কিলোমিটার ভিতরে বিশেষ অভিযান চালায়। এ সময় মমিন নামের এক ব্যক্তি বাইসাইকেলে চড়ে ভারতে পাচারের জন্য আটটি স্বর্ণের বার ও স্বর্ণের একটি ছোট টুকরো নিয়ে যাচ্ছিলেন। বিজিবির সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক মমিনের বিরুদ্ধে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- জীবননগর
- স্বর্ণের বার
- পাচার
- স্বর্ণ চোরাকারবারি