ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ঘুষ নিয়ে পক্ষে প্রতিবেদন না দেওয়া টাকা ফেরত পেতে আবেদন

ঘুষ নিয়ে পক্ষে প্রতিবেদন না দেওয়া টাকা ফেরত পেতে আবেদন

ফাইল ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২১:০৫ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২১:১৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূমি অফিসের সার্ভেয়ার জাকিরুল ইসলামকে দেওয়া ঘুষের টাকা ফেরত চেয়েছেন এক ভুক্তভোগী। উপজেলার করশালিকা গ্রামের গোলাম হোসেন এ আবেদন করেন। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সার্ভেয়ার জাকিরুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়েছে, করশালিকা ও চরধুনাইল গ্রামে রাস্তা নির্মাণের জন্য করতোয়া নদী খননের বালির প্রয়োজন হয়। গ্রামবাসীর পক্ষে শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার জাকিরুল ইসলামের শরণাপন্ন হন গোলাম হোসেন। এর পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেন সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম। তিনি গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। রাস্তার প্রয়োজনে গোলাম হোসেন তাঁকে সেই টাকা ঘুষ দেন। কিন্তু ভূমি অফিস থেকে গ্রামবাসীর পক্ষে প্রতিবেদন দেওয়া হয়নি। এ কারণে ঘুষের টাকা ফেরত চেয়ে গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের কাছে আবেদন করেন গোলাম হোসেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×