ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করল বিএসএফ

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করল বিএসএফ

কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২০:৩৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী। তাদের বাড়ি সাতক্ষীরা ও চট্টগ্রাম জেলায়।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনে দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১৯১৫ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলই চা বাগানের ভেতর এলোপাতাড়িভাবে ঘোরাঘুরি করছিলেন তারা। এ সময় দলই ক্যাম্পের কমান্ডার নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বাধীন মোট পাঁচ সদস্যের টহল দল তাদের আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন মো. ইয়াছিন উদ্দিন (২৫), হরিমন ত্রিপুরা (৩৬), মো. ইব্রাহিম (৩৮), জানে আলম (৪৫), ঝর্ণা খাতুন (৪৫) ও লিপি বেগম (৪৩)। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বিজিবি কর্তৃক ৬ জনকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় নিশ্চিত করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

আরও পড়ুন

×