ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

হাবিপ্রবির ৯ শিক্ষকের জিডি

হাবিপ্রবির ৯ শিক্ষকের জিডি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৯:২৬

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নয় শিক্ষক। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করছেন। তবে কাদের দেওয়া হুমকিতে ওই জিডি করেছেন তা উল্লেখ করা হয়নি।

পুলিশ বলছে, জিডি করা হলেও নাম না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষক থানায় এসে জিডি করেন। তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেছে পুলিশ। তবে ওই জিডিতে কারও নাম দেওয়া হয়নি।

এতে বলা হয়েছে, দিনাজপুর শহরে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের দু-তিনজন উচ্ছৃঙ্খল কর্মচারী বিভিন্ন সময়ে হাবিপ্রবিতে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেন এবং তাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকেন। সম্প্রতি আমরা গোপন সূত্রে জানতে পেরেছি, এসব কর্মচারী হাবিপ্রবি প্রশাসনকে সহায়তাকারী শিক্ষকদের দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত করার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত।

জিডি করা শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খালেদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং-আইআরটির পরিচালক অধ্যাপক ড. তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, হাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সুপার ড. নজরুল ইসলাম, তাজউদ্দীন হলের সুপার অধ্যাপক ড. তহিদার রহমান, সহকারী প্রক্টর ড. মাহবুব হোসেন, ড. আবু সাঈদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক বেলাল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, পাঁচ-ছয় মাস আগে আমার বাড়িতে কয়েকজন এসে জানায়, আমাদের ওপর শারীরিকভাবে হামলা হবে- এমন কিছু তথ্য পাওয়া গেছে। সেই ভিত্তিতেই জিডি করা হয়েছে। নাম দিলে সেটি মামলা হয়ে যাবে তাই নাম না দিয়ে জিডি করা হয়েছে।

জিডির বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম জানান, ওই ডিজিতে কারও নাম উল্লেখ না থাকায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই জিডির পর পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন

×