যুগ্ম সচিব-অতিরিক্ত সচিবে দ্রুত পদোন্নতি, নতুন ডিসি নিয়োগে ফের বাছাই তালিকা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:২০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:২৩
জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও দ্রুত পদোন্নতি দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের জন্য আবারও বাছাই তালিকা (ফিট লিস্ট) করা হবে। তাঁদের মধ্যে থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘বঞ্চিত’ কর্মকর্তাদের মধ্যে যাঁরা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের চাকরির বয়স শেষ পর্যায়ে, তাঁদের গ্রেড-১ (সচিবদের মূল বেতন একই) দেওয়া হবে। একই সঙ্গে অন্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতিও বিধি মোতাবেক শুরু হবে।
পর্যাপ্ত পদ ছাড়া পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, অনেককে পদোন্নতির পরও পদ দেওয়া যায়নি, এটি আলাদা বিষয়। কিন্তু ব্যাচভিত্তিক পদোন্নতি আটকে গেলে আবার আরেক বিষয়।
‘বঞ্চিত’ অতিরিক্ত সচিবদের গ্রেড-১ পদে পদোন্নতির ব্যাখ্যা দিতে গিয়ে সচিব বলেন, কারও চাকরি হয়তো ১৫ দিন আছে, ১ মাস আছে বা ২ মাস আছে—এ রকম সব অতিরিক্ত সচিবকে গ্রেড-১ দিয়ে অবসরে দেওয়া হবে। এর ফলে অনেকের মনের দুঃখ প্রশমিত হবে। সামাজিক, পারিবারিক ও আর্থিকভাবে লাভবান হবেন। এ জন্যই মানুষ চাকরি করেন। দাবি করার আগেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যাঁদের নামে ফৌজদারি ও দুর্নীতির অভিযোগে এবং বিভাগীয় মামলা আছে, তাঁদের এই বিবেচনায় আনা হবে না।