ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা

ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৭:৫৮

ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো সংশ্লিষ্ট সবার সমস্ত বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটির চালু থাকা দুটি কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে সবার পাওনা পরিশোধ করা হবে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় থেকেও টাকা নেওয়া হবে। তবে নিশ্চিতভাবে পাওনা পরিশোধ করে দেওয়া হবে।

শেয়ার বিক্রির বিষয়টি ঠিক করতে আগামী রোববার বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, ব্যাংকগুলোর সঙ্গে বসবে বলেও জানান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন

×