ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বহুদিন পর তৌকীরের নাটক, অভিনয়ে শ্যামল-আইশা

বহুদিন পর তৌকীরের নাটক, অভিনয়ে শ্যামল-আইশা

তৌকীর আহমেদ, শ্যামল মাওলা ও আইশা খান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৭:০৭ | আপডেট: ৩০ জুন ২০২৫ | ১৭:০৯

তৌকীর আহমেদ-নামটি উচ্চারণ করলেই মনে পড়ে যায় বর্ণিল অভিনয়, সূক্ষ্ম নির্মাণশৈলী আর গল্প বলার মুন্সিয়ানার কথা। অভিনয়ে কিংবা পরিচালনায় এখন আর খুব একটা দেখা যায় না তাঁকে। সর্বশেষ বড়পর্দায় ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। তারপর যেন নীরব  বিরতি। তবে সেই নীরবতা ভেঙে এবার তিনি ফিরলেন নির্মাণের ক্যানভাসে। টিভি পর্দায় ধারাবাহিক নাটকের নির্মাতা ও গল্পকার হয়ে।

বিটিভির জন্য নির্মিত এই ধারাবাহিক নাটকের নাম ‘ধূসর প্রজাপতি’। নামেই লুকিয়ে একধরনের কবিত্ব। 

সম্প্রতি গাজীপুরের ‘নক্ষত্রবাড়ি’-তে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন দুই তরুণ তারকা শ্যামল মাওলা ও আইশা খান। তাদের সঙ্গে কাজ করছেন বাংলা নাটকের প্রবীণ ও অভিজ্ঞ মুখ-আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্তসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে উচ্ছ্বসিত শ্যামল মাওলা বললেন, ‘তৌকীর আহমেদের নির্মাণ মানেই ব্যতিক্রমী কিছু। তাঁর সঙ্গে কাজ করা মানে শিল্পীসত্তার আরেকটি নতুন আবিষ্কার। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকের জন্য চমক থাকুক। শুধু বলব, দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে।’

আইশা খান জানালেন, ‘শ্যামল মাওলার সঙ্গে এর আগেও কিছু কাজ করেছি ওটিটিতে। কিন্তু এই নাটকটির অভিজ্ঞতা একেবারেই আলাদা। তৌকীর ভাইয়ের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সম্মানের। গল্পটা খুব মানবিক, দর্শক হৃদয়ে ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস।’

‘ধূসর প্রজাপতি’ শুধুই একটি নাটক নয়-এ যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প, সম্পর্কের জটিল ধাঁধা, আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস। তৌকীর আহমেদের হাতে সেই গল্প নতুন করে প্রাণ পাবে বলেই প্রত্যাশা।
 

আরও পড়ুন

×