ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লাইফস্টাইল ব্র্যান্ড আমলকীর গেট টুগেদার

লাইফস্টাইল ব্র্যান্ড আমলকীর গেট টুগেদার

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৮:০০

ক্রেতা, শুভানুধ্যায়ী এবং সাংবাদিকদের নিয়ে লাইফস্টাইল ব্র্যান্ড আমলকীর আয়োজনে অনুষ্ঠিত হলো এক গেট টুগেদার।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এ আয়োজনে উপস্থিত ছিলেন আমলকী ব্র্যান্ডের সিইও হার্বালিস্ট নন্দিতা শারমিন; মডেল, অভিনেতা ও ব্যবসায়ী অন্তু করিম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন বিভাগের এডিসি নাজমুল ইসলামসহ গণমাধ্যমকর্মী, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা।

এ সময় নন্দিতা শারমিন বলেন, ‘ছয় বছরের চেষ্টায় আমলকী আজকের অবস্থানে এসেছে। এর পেছনে আছে আপনাদের সহযোগিতা। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।’

তিনি জানান, আমলকীর পাইপলাইনে এখন প্রায় ৩০টির বেশি লাইফস্টাইল পণ্য রয়েছে। সবগুলো সব বয়সী মানুষের জীবনযাপন ও সৌন্দর্যবর্ধনে কাজ করে যাবে।

মডেল ও ব্যবসায়ী অন্তু করিম বলেন, ‘আমলকী ব্র্যান্ডের সব পণ্য আমার প্রতিষ্ঠান পেন্টাগনের মাধ্যমে তৈরি করা হয়। তাই এ পণ্যের গুণগত মানের শতভাগ নিশ্চয়তা দিতে পারি। একই সঙ্গে বলতে পারি, প্রতিষ্ঠানটির সিইও নন্দিতা শারমিন একজন স্বপ্নবাজ মানুষ। তাঁর ইচ্ছা ও চেষ্টাতেই এটি এতদূর এসেছে এবং সামনে এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ব্রিটিশ স্কিন কেয়ার ইনিশিয়েটিভ হিসেবে দীর্ঘ ছয় বছর ধরে লাইফস্টাইল পণ্য উৎপাদন ও বাজারজাত করছে আমলকী। এরই মধ্যে সব বয়সী মানুষের কাছে পরিচিত ও আস্থা অর্জন করেছে আমলকীর সব পণ্য। এর পেছনে আছে একদল দক্ষ কর্মী বাহিনী। আমলকীর পণ্যগুলো পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন মেগা শপ, অনলাইন শপে। এ ছাড়া সরাসরি আমলকীর ফেসবুক পেজে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে এর প্রতিটি পণ্য।

আরও পড়ুন

×