ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘ঢেউ’ এর র‌্যাফেল ড্র জিতলেন যারা

‘ঢেউ’ এর র‌্যাফেল ড্র জিতলেন যারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৩:৩৬

‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব ব্র্যান্ড ঢেউ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাফেল ড্রর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স। পুরস্কারটি জিতেন মাসুদ রানা নামে একজন ক্রেতা। 

মঙ্গলবার সারা’র মোহাম্মদপুর আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

র‍্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে গেম প্লেয়ার ‘প্লে স্টেশন ফাইভ’ পেয়েছেন ফারজানা আক্তার মাহি। আর তৃতীয় পুরস্কার হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ-১০ পেয়েছেন রুবাইয়াত রুবা।

‘ঢেউ’ এর লাইভ অনুষ্ঠানটিতে জানানো হয়, চলতি বছরের ৯ মার্চ ঢেউ’র দ্বিতীয় জন্মবার্ষিকী থেকে গেল ঈদ উল আযহা পর্যন্ত টার্মস এ্যান্ড কন্ডিশন ছাড়া ঢেউ’র যেকোন পণ্য কিনলে একটি কুপন সরবরাহ করা হয়। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা। গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সারা লাইফস্টাইলের এই ওয়েস্টার্ন সাব ব্র্যান্ড ‘ঢেউ’।

আরও পড়ুন

×