ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লা লিগার আরেক দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

লা লিগার আরেক দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩ | ০৪:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ | ০৫:৪২

বার্সেলোনার বিপক্ষে ইউরোপা লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোয় লা লিগার আরেক দল রিয়াল বেটিসের বিপক্ষে দুই লেগেই জয় পেয়েছে রেড ডেলিভসরা। 

প্রথম লেগে বেটিসের বিপক্ষে ম্যানইউ জিতেছিল ৪-১ গোলে। দ্বিতীয় লেগে প্রিমিয়ার লিগের টপ ফোরে থাকা দলটি জিতল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে শেষ আটে গেল তারা। 

রিয়াল বেটিসের মাঠে এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার মার্কোস রাশফোর্ড। তিনি ৫৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। পরে ডিফেন্ডার হ্যারি মাগুইরা ও গোলরক্ষক ডেভিড ডি গিয়া ভালো সেভ দিয়ে দলকে জয় এনে দিয়েছেন। 

ইউরোপা লিগের শেষ আট ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৭ মার্চ রাতে। শেষ আটে যে কোন লিগের যে কোন দল একে অপরের মুখোমুখি হতে পারবে। গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় যেটা ছিল না। ইউরোপা লিগের শেষ আটে একমাত্র প্রিমিয়ার লিগের দল হিসেবে কোয়ালিফাই করেছে ম্যানইউ।

আরও পড়ুন

×