‘চাঁদার’ টাকা না পেয়ে গরু নিয়ে গেলেন বিএনপি নেতা

বাছুর নিয়ে ভুক্তভোগী নার্গিস বেগম
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ১৭:৫২
ঝালকাঠির রাজাপুরে ‘চাঁদার’ টাকা না পেয়ে নার্গিস বেগম নামে এক গৃহবধূর গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. বেলাল খান। তিনি শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বেল্লাল খানের ভাষ্য, চাঁদার টাকার জন্য নয়, নার্গিসের স্বামীর কাছে পাওনা ২০ হাজার টাকার জন্য তিনি গরুটি নিয়ে গেছেন। টাকা দিয়ে দিলে তিনি গরুটি ফেরত দেবেন।
জানা গেছে, ভুক্তভোগী নার্গিস বেগম শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে।
ভুক্তভোগী নারগিস বেগম বলেন, ‘তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। গার্মেন্টসে চাকরি করে জমানো টাকা দিয়ে একটি গাভি কেনেন। এক মাস আগে গাভিটি একটি বাছুর জন্ম দেয়। গতকাল বুধবার সকালে বিএনপি নেতা বেলাল খান স্বামীর ২০ হাজার টাকার পুরনো ঋণ পাবে দাবি করে গাভিটি নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘গাভি কিনেছিলাম দুধ বিক্রি করে সংসার চালাব বলে। এখন সেই গাভিটি নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।’
নার্গিস বেগমের অভিযোগ, ‘স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বেল্লাল ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না পেয়ে গাভিটি নিয়ে গেছেন। গত বছরের ৫ আগস্টের পর আমার স্বামীর মোটরসাইকেলটি নিয়েও যান বেল্লাল। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না।’
এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি। তার কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি। পাওনা টাকা না পাওয়ায় আমি গরু নিয়েছি। টাকা পেলেই গরু ফেরত দিয়ে দেব। আমি কারও মোটরসাইকেল নেইনি। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, ‘লিখিত কোনো অভিযোগ এখনও পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- ঝালকাঠি
- চাঁদা দাবি
- বিএনপি