ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দুর্নীতিবাজ, চাঁদাবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে: সারজিস আলম

দুর্নীতিবাজ, চাঁদাবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে: সারজিস আলম

সারজিস আলম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০১:১৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। দুর্নীতিবাজ, মাদকাসক্ত, চাঁদাবাজ এবং ক্ষমতার অপব্যবহারকারীরা যেন আর দেশের নেতৃত্বে না আসতে পারে। যারা সেবার নামে শোষণ করে, তাদের বিরদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার রাত পৌনে ১টায় সুন্দরগঞ্জ পৌর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এনসিপি জনগণের দল, কোনো গোষ্ঠী বা পরিবারের নয়। এই দল পরিবর্তনের পক্ষে, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, তার রাজনৈতিক রূপদানের দায়িত্ব নিয়েছে এই দল। সুন্দরগঞ্জ থেকেই সেই পরিবর্তনের সূচনা হতে পারে। গাইবান্ধায় ছয় শহীদ পরিবার আছে। তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আন্দোলনে আহত অনেকে শরীরে গুলির চিহ্ন নিয়ে বেঁচে আছেন। কেউ সন্তানের শোক বুকে ধারণ করে ন্যায়বিচার চাচ্ছেন। তাদের ত্যাগকে অবহেলা করার সুযোগ নেই।

জুলাই অন্দোলনের নেতা আশানুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব প্রমুখ।

আরও পড়ুন

×