নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৮:৩৪
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের ১১৪৮ নম্বর ও ১১৪৯ নম্বর এর মধ্যবর্তী জঙ্গল এলাকা দিয়ে ভারতের বাগমারা ক্যাম্পের ব্যাটালিয়নের (বিএসএফ) সদস্যরা তাদের পুশইন করে। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
আটকৃতদের মধ্যে নয়জন পুরুষ, ২২ জন নারী ও একজন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়। তারা হলেন- মো. রমজান আলী (১৮), নুর ইসলাম সরদার (৪২), আলম সরদার (১৮), মিরাজগাজী (২৩), রোজিনা বানু (৩৫), ছামিরা গাজি (১৪), সিরাজ গাজী (২২), ফনুফা (২০), মাসুদ সরদার (৯), মরিয়ম (১২), নাসরিন বেগম (৩২), মো. শাকিল ইজাদ্দার (২২), মোসা. সোনিয়া (১৯), হালিমা ইজ্জাদার (০২), মোসা. কবিতা খাতুন (২০), মোসা. এলিনা বেগম (৩০), মোসা. হাসনা খাতুন (২৫), মোসা. মাহমুদা বেগম (২৮), ইভা শেখ (১৮), মোসা. টুম্পা খাতুন (২২), মোসা. সায়েরা খাতুন (৩০), আসমা খাতুন (২৮), মোসা. তানিয়া খাতুন (২৬), মোসা রেখা খাতুন (২৬), মোসা. ঈরভিনা শেখ (৩০), ফাতেমা (২৫), রিতা আক্তার (৩০), মো. জাকারিয়া (৩০), মোসা. গাবিনা বেগম (৩৫), মো. মনঞ্জুরুল ইসলাম (৩৭), জাহানারা বেগম (৪০) ও জুথি আক্তার (১৭)।
পুশইন হওয়া সাতক্ষিরা জেলার বাসিন্দা টুম্পা খাতুন জানান, সাত মাস আগে দালালের মাধ্যমে ভারতে গার্মেন্টসে সেলাই কাজ করার জন্য অনুপ্রবেশ করেছিলেন। সেখানে গার্মেন্টসের কাজ না পেয়ে বাসাবাড়িতে ধোঁয়া-মোছার কাজ করতেন। গত ২২ দিন আগে তাকে ওই বাসা থেকে আটক করে নেয় ভারতীয় পুলিশ। এতোদিন আটকে রেখে পরে বিমানে দেশে পাঠানোর কথা বলে আমাদের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন, গলার চেইন, জামা-কাপড় গুলো রেখে দেয়। পরে মঙ্গলবার রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করে দেয়।
বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সহকারী পরিচালক মো. আব্দুল আওয়াল বলেন, পুশইন হওয়া ব্যক্তিরা টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে দুর্গাপুর থানায় হন্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে ৮ বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। অনুপ্রবেশের অভিযোগে বুধবার সকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ আছেন। তারা নিজেদের নড়াইল, যশোর, ঝিনাইদহ, রাজশাহী ও খুলনা জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তারা ভারতে অনুপ্রবেশ করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। গতকাল গভীর রাতে দুর্গাপুর উপজেলার একটি সীমান্ত পার হয়ে তারা দেশে প্রবেশ করেন।