ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রান্নার জন্য রাখা হয়েছিল ১০ কেজি মরা মুরগি, ইউএনওর অভিযানে জরিমানা

রান্নার জন্য রাখা হয়েছিল ১০ কেজি মরা মুরগি, ইউএনওর অভিযানে জরিমানা

ছবি: সমকাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২০:৩৪

নাটোরের নলডাঙ্গায় খাবারের হোটেলে রান্নার জন্য রাখা হয়েছিল ১০ কেজি মরা মুরগি। তবে সচেতন একজন ক্রেতার চোখে ধরা পড়ে যায় সেই অনিয়ম। খবর পেয়ে তৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করে হোটেল মালিককে।

রোববার বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারে ফজল আলীর হোটেলে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। হোটেল মালিক অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মরা মুরগিগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‌নলডাঙ্গা বাজারের একটি হোটেলে ১০ কেজি মরা মুরগি রাখার দায়ে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

আরও পড়ুন

×