ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনা

মা, নানা ও দাদির পর মারা গেল আহত সেই নবজাতক

মা, নানা ও দাদির পর মারা গেল আহত সেই নবজাতক

ফাইল ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২১:১৮ | আপডেট: ২২ জুন ২০২৫ | ২১:২৫

পৃথিবীর আলোতে আসার একদিনের মাথায়ই মারা গেছে সেই নবজাতক। বরগুনার আমতলীতে শনিবার দুপুরের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। ওই দুর্ঘটনায় তার মা মোসাদ্দিকা বেগম, নানা আব্দুল আজিজ খান ও দাদি খালেদা বেগম মারা যান।

আজ শনিবার রাত ৯টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবজাতকটি।

আজিজ খান আমতলীর মধ্য সোনাখালী গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে তাঁর মেয়ে মোসাদ্দিকা তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় নবজাতককে পটুয়াখালী নেওয়ার পরামর্শ দেন স্থানীয় চিকিৎসকেরা। শনিবার দুপুর ২টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি কেওয়াবুনিয়া হাইস্কুলের উত্তর পাশে দুর্ঘটনার শিকার হয়। পেছন থেকে ঢাকাগামী ইকরা লাক্সারি লিমিটেডের বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯৫৩) ধাক্কায় সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আজিজ খান ও খালেদা বেগম প্রাণ হারান। হাসপাতালে মারা যান মোসাদ্দিকা। 

গুরুতর আহত হন মোসাদ্দিকার স্বামী মো. জাহিদুল ইসলাম, তাঁর নবজাতক মেয়ে ও অটোরিকশাচালক মো. আব্দুল হক। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। সেখানেই নবজাতক মারা যায়। 

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মো. ওয়াহিদ শামিমের ভাষ্য, শিশুটি দুর্ঘটনায় মাথা-মুখসহ শরীরের নানা স্থানে আঘাত পায়। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় শরীরের তাপমাত্রাও কমে গিয়েছিল। আইসিইউতে রাখা হলেও বাঁচানো যায়নি শিশুটিকে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন

×