চিকিৎসককে মারধরের মামলায় ডেন্টাল সার্জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০৩:৩৩
জামালপুরে চিকিৎসক মারধরের মামলায় ডেন্টাল সার্জন ইকরামুল হক হিটলু তালুকদার গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
গত ২৩ জুন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনিকে তাঁর চেম্বারে ঢুকে মারধর করেন ডেন্টাল সার্জন হিটলু তালুকদার। ঘটনার পর পরই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় গত মঙ্গলবার সদর থানায় মামলা করেন জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমিনুল হক। মারধরের ঘটনার পরদিন থেকেই আন্দোলনে নামেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
গত শুক্রবার মানববন্ধন শেষে ডেন্টাল সার্জন ইকরামুল হক হিটলু তালুকদারকে গ্রেপ্তারের দাবিতে জামালপুর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন চিকিৎসকরা।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) সমকালকে জানান, চিকিৎসক তরিকুল ইসলাম রনিকে মারধরের মামলায় ডেন্টাল সার্জন ইকরামুল হক হিটলু তালুকদারকে শনিবার দুপুরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।