ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর রিমান্ড শুনানি পেছাল

তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর রিমান্ড শুনানি পেছাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৭:০৩

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদনের শুনানির দিন পিছিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঈনউদ্দিন এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী তখন এ মামলায় উচ্চ আদালতে আসামির জামিন আবেদন করেছেন জানিয়ে ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড শুনানি স্থগিত রাখার আবেদন জানায়।

আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রিমান্ড শুনানির তারিখ আগামী ৭ জুলাই নির্ধারণ করেছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এ কৌঁসুলি।

আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল।

আওলাদ হোসেন বলেন, উচ্চ আদালতে জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় নিম্ন আদালতে রিমান্ড শুনানি স্থগিত রাখার আবেদনটি করেছিলাম। আদালত আইনের বিষয়গুলো বিবেচনা করে আদেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট।

মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক মো. তুহিন। পরে ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম।

ওই হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আইভী এ মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি কর্পোরেশনগুলোর মতো টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভীকে। দুটি হত্যা মামলায় দুই দফায় চারদিন রিমাণ্ডে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

আরও পড়ুন

×