মুগদায় যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ১২:৪৩
রাজধানীর মুগদা এলাকায় যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের মামাতো ভাই মো. ফরহাদের (২৩) বিরুদ্ধে। দুই বোনেরই বয়স ১১ বছর। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রোববার মুগদা থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু দু’টিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। অভিযুক্ত ফরহাদ পলাতক।
মুগদা থানা পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনা গত বুধবারের। রোববার শিশু দু’টি পরিবারের সঙ্গে থানায় এসে অভিযোগ করে। শিশু দু’টির মামাতো ভাই ফরহাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শিশু দু’টির বাসা ও মামাতো ভাইদের বাসা কাছাকাছি। বুধবার ফরহাদ কৌশলে ওই শিশুদের বাসায় নিয়ে যায়। তখন বাসায় কেউ ছিল না। এ সুযোগে একজনকে গামছা দিয়ে বেঁধে অন্যজনকে ধর্ষণ করে। পরে দ্বিতীয়জনকেও ধর্ষণ করে।
মুগদা থানার এসআই এনামুল করিম জানান, বুধবার দুপুরে ঘটনা জানাজানি হলে শিশুদের খালা থানায় মামলা করেন। ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করে।
- বিষয় :
- ধর্ষণ
- রাজধানী
- মুগদা
- দুই বোনকে ধর্ষণ