সোয়াপ ও অপোর এক্সচেঞ্জ অফার চুক্তি

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০ | ০৭:৪৬
বাংলাদেশের রিকমার্স ব্র্যান্ড সোয়াপ ও স্মার্টফোন ব্র্যান্ড অপোর মধ্যে সম্পন্ন হয়েছে এক এক্সচেঞ্জ অফার চুক্তি। গত ৩ নভেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ক্রেতারা তাদের নির্দিষ্ট মডেলের পুরাতন ফোন অপো এফ-১৭ এবং এফ-১৭ প্রো মডেলের সঙ্গে এক্সচেঞ্জ করলেই পাবেন ৭০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আছে আরও বেনিফিট। বিস্তারিত জানা যাবে সোয়াপ ও অপোর অফিসিয়াল ফেসবুক পেজে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়াপ ও লাইভঅয়ার বিডির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব পারভেজ হোসেন এবং সোয়াপ ও লাইভঅয়ার বিডির ডিরেক্টর জনাব তন্ময় সাহা।
এছাড়া অপো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি মার্কেটিং ডিরেক্টর বো লিউ, অ্যাসিস্টেন্ট ম্যানেজার (ট্রেড এন্ড প্রমোশন) রফিকুল আওয়াল। সংবাদ বিজ্ঞপ্তি