বাবা কেবল হেরেই যায়!

..
গল্প লিখেছে মাবরুহা তাবাসসুম ছবি এঁকেছে রজত
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০১:১৭
বাবা আমাদের আপনজন। আমি যা চাই তিনি তাই করার চেষ্টা করেন। বাবার কাজ থাকা সত্ত্বেও তিনি আমাকে পড়াশোনা করান। শুক্রবারে ভাইকে নিয়ে যান মসজিদে। বিকেলে বাবার সঙ্গে মাঝে মধ্যে খেলি ফুটবল ও ক্রিকেট। শীতকালে খেলি ব্যাডমিন্টন। আগে গ্রামের বাড়িতে গেলে বাবার সঙ্গে পুকুরে সাঁতার কাটতে যেতাম। বাবা আমাকে সাঁতার শিখিয়েছেন। শিখেছি বাবার কাছে কীভাবে খেলতে হয়। আমি এখন ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খুবই ভালো খেলতে পারি।
তবে বাবা আমার সঙ্গে খেলায় জিততে পারেন না! আসলেই কি তাই?
বাবা চাইলেই জিততে পারেন তবে আমাকে হারতে দিতে চান না।
বাবা আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলায় আমি বাবার সঙ্গে অনেক মজা করতাম। বাবার ঘাড়ে উঠতাম, বাবার সঙ্গে খেলতাম আরও অনেক কিছু করতাম। এখনও অনেক মজা করি। বাবা যখন চায়ের দোকানে যেতেন আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার আমরা পার্কে গিয়েছিলাম, সেখানে একটি ডাইনোসরের ভাস্কর্য ছিলো।
আমি সেটির ওপর উঠতে চেষ্টা করছিলাম; কিন্তু উঠতে পারছিলাম না। তখন বাবা আমাকে সেটির ওপর উঠিয়ে দিলেন। তবে বাবা উঠতে পারলেন না। সেখানেও জিতিয়ে দিলেন আমায়!
বাবা মাকেও অনেক সাহায্য করেন। আমি আর বাবা অনেক পরিকল্পনা করি। যদিও সেসব পরিকল্পনার কোনো মাথা-মুন্ডু নেই! তবু বাবার সঙ্গে ভাবতে এবং পরিকল্পনা করতে আমার অনেক ভালো লাগে।
বাবার কাছে যা চাই তা এনে দেন। বাবা বাগান করতেও অনেক পছন্দ করেন। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা।
আমার বাবা আমার কাছে হেরে গিয়ে সবসময়ই জিতে যান!
বয়স : ২+৪+৪ বছর; চতুর্থ শ্রেণি, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ
- বিষয় :
- গল্প