অফার
দারাজে চলছে ইলেকট্রনিকস উইক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৩ | ১৮:০০
দারাজে চলছে ‘ইলেকট্রনিকস উইক’। ইলেকট্রনিকস সপ্তাহ উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।
১২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউটার। থাকছে শর্তসাপেক্ষে ইএমআই সুবিধা। পণ্যগুলোর মধ্যে রয়েছে এসি, ফ্রিজ, স্মার্টফোন, টিভি, স্মার্টঘড়ি, ক্যামেরা, হেডফোন, রাউটার, প্রজেক্টর, ল্যাপটপ প্রভৃতি।
- বিষয় :
- ইলেকট্রনিকস উইক
- অফার